কাশীয়ানির ভাটিয়াপাড়ায় সড়ক দূর্ঘটনায় ডাঃ তন্ময় দত্ত আহত
কাশীয়ানির ভাটিয়াপাড়ায় সড়ক দূর্ঘটনায় ডাঃ তন্ময় দত্ত আহত
আরজুন নাহারঃ
কাশীয়ানির ভাটিয়াপাড়ায় সড়ক দূর্ঘটনায় ডাঃ তন্ময় দত্ত আহত হয়েছে। তখন তাকে প্রথমীক চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থা গুরুতর হলে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়।প্রদীপ দত্ত জানান, ঢাকা চেম্বার থেকে রোগী দেখে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে খুলনা মেডিকেল এ ভর্তি ডাঃ তন্ময় দত্ত, (আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কর্মরত ৩৮ বিসিএস,) দাড়িয়ে থাকা বাঁশের ট্রাকের সাথে দূর্ঘটনার ফলে বাঁশ গাড়ির কাঁচ ভেদ করে তার ডান পায়ে ভেদ করে বাসে থাকা যাত্রীদের শরীরে ঢুকে যায়। গাড়ির দরজা কেটে ফায়ার সার্ভিস রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়ির সুপার ভাইজার ও কন্ট্রাক্টর এ ঘটনায় মারাত্বক ভাবে আহত হয়েছে। ড্রাইভার সম্ভবতঃ ঘুমিয়ে পড়েছিলো, সে পালিয়ে গেছে। বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল সে। জানা যায় বেপরোয়া গতির কারণে প্রায়শ টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িতে দূর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। পরবর্তীতে এই বাস কর্তৃপক্ষ কোনো প্রকার খোঁজ খবর নেয়নি যাত্রীদের। দূর্ঘটনা কবলিত ডাঃ তন্ময়কে আজ দ্বিতীয় দফায় অস্ত্রপাচার করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছেন।