পটিয়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার প্রাণ গেল

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কক্সবাজার-ঢাকা আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে লায়লা বেগম (৭২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। সে চন্দনাইশ উপজেলার পৌর সদর পূর্ব জোয়ারা চৌধুরী পাড়ার মৃত জহির আহমদ চৌধুরীর স্ত্রী বলে জানা গেছে। স্হানীয় সুত্রে জানা যায়, লায়লা বেগম কয়েক দিন আগে পটিয়া পৌর সদর মেয়ের বাসায় বেড়াতে আসে আজ বৃহস্পতিবার সকালে ট্রেন দেখতে গিয়ে অসাবধান বসত ট্রেনলাইনের পাশে চলাচলের সময় ট্রেনের ধাক্কায় লায়লা বেগম ঘটনা স্থলে মারা যান। স্থানীয়রা আরও জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়ক এর দুই-এক জায়গা ছাড়া কোথাও গেটম্যান নেই। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত রেললাইন পারাপারে জায়গায় গেটম্যান দেওয়ার দাবি জানান এলাকাবাসী। লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। চট্টগ্রাম রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক বৃদ্ধা নারী রেললাইন পাশে চলাচলের সময় অসাবধান বসত ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে রিপোর্ট লেখা পযর্ন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ