পতেঙ্গা থেকে চাঁদাবাজ চক্রের ২ জন কে হাতেনাতে গ্রেফতার
পতেঙ্গা থেকে চাঁদাবাজ চক্রের ২ জন কে হাতেনাতে গ্রেফতার
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পতেঙ্গা এলাকায় অবস্থিত কন্টেইনার ডিপো গুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ট্রাক, কাভার্ডভ্যান, মালবাহীট্রাক এবং মিনি ট্রাক থেকে কতিপয় এলাকার চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ আগস্ট সোমবার আনুমানিক সময় সাড়ে ৫টায় র্যাবের অভিযানে মোঃ নুরুল ইসলাম (৫৮), পিতা-মৃত এনামুলহক, সাং-চরবস্তি, থানা-পতেঙ্গা, চট্টগ্রাম মহানগর এবং মোঃ নুর হোসেন (৩৫), পিতা-মৃত শাহআলম, সাং-চরবস্তি, থানা- পতেঙ্গাদের আটক করে।পরিবহন থেকে চাদাঁ নেওয়ার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানো কালে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেছেন বলে পতেঙ্গা সদর দপ্তরের মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন। তিনি আরো জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধ ভাবে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের ড্রাইভারদের নিকট হতে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। আটক কালে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৩,৭০০ টাকা জব্দ করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ সূত্রে জানায়।
এদিকে চাদাঁবাজী ও অনৈতিক কাজের ব্যাপারে পরিবহণ সমিতির আঞ্চলিক সাঃসম্পাদক ও শ্রমিক নেতা মোঃ নুরুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের নাম ও নেতাদের নাম দিয়ে নামে-বেনামে বিভিন্ন জনে পরিবহণ থেকে অবৈধ চাদাঁ আদায় করার ব্যাপারে আমরা বেশ-কিছুদিন আগে উচ্চ প্রশাসন কে লিখিত ভাবে জানালে, তারা আমাদের আশ্বাস্ত করেন যে, অপরাধীদের শীঘ্রই ধরা হবে। এছাড়া এলাকার স্থায়ী বাসিন্দারা জানাই, সংগঠনের নামে, সমিতির নামে এবং ব্যক্তি বিশেষের নামে অনৈতিক-অসামাজিক গণহারে চাঁদাদাবি ও অবৈধ ভাবে টাকা নিয়ে ব্যাটারী চালিত ও টমটম বানিজ্য দেতারসে চালাচ্ছে কিছু মহল বিশেষ। গাড়ি প্রশাসন ধরলে বিভিন্ন ভূইফোঁড় সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নাম বলে টি আই কে।এব্যাপারে টিআই শহিদুল ইসলাম পরিস্কার জানিয়ে দেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত কোন যানবাহন, টমটম-অটো রিক্সা পতেঙ্গায় চলতে দিব না। আমি এব্যাপারে সিএমপি–পুলিশ কমিশনার সাহেব কে অবগত করেছি। কেউ অনৈতিক আবদার করলে তাদের প্রাথমিক ভাবে সর্তক ও করেছি। তবে পুলিশ সহ সব প্রশাসন চাদাঁবাজ ও দুষ্টচক্র কে ধরার ব্যাপারে ব্যাপক তৎপর রয়েছে বলে পতেঙ্গা থানার কর্তব্যরত পুলিশ অফিসার প্রতিবেদক জানিয়েছেন।