কুরআন সুন্নাহর শাশ্বত নির্দেশনার আলোকে জীবন গড়লে দুুনিয়া আখেরাতে পরিত্রাণ মিলবে
কুরআন সুন্নাহর শাশ্বত নির্দেশনার আলোকে জীবন গড়লে দুুনিয়া আখেরাতে পরিত্রাণ মিলবে
হোসেন মিন্টুঃ
গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী ফরহাদাবাদ সৈয়দ কোম্পানী ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণ ও আওলাদে রাসূল (দ.) গাউসে জমান রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ উদ্যাপন উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলন ফরহাদাবাদ–হযরত মতিউর রহমান শাহ্ (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি সৈয়দ কোম্পানী ইউনিট শাখার সভাপতি ও হয়রত মতিউর রহমান শাহ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে সুন্নি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উদ্বোধক ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব ও আইডিয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনীয়া রানীরহাট আল-আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক হযরত আল্লামা আবুল কালাম বয়ানী। বিশেষ অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন গাউছিয়া কমিটির সহ-সভাপতি মুহাম্মদ ইয়াকুব মিয়া ও দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন। গুমানমর্দন পেশকারহাট সিনিয়র মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ নুরুচ্ছাপা, সৈয়দ কোম্পানী ইউনিট গাউসিয়া কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল আবছার। সুন্নি সম্মেলনে বক্তারা বলেন, সুন্নিয়তই মানবমুক্তির ও নাজাতের অবিকল্প প্ল্যাটফরম। কুরআন-সুন্নাহর মর্মবাণী ও নির্দেশনাই হচ্ছে সুন্নিয়ত। একজন মুসলমানকে পার্থিব প্রভূত কল্যাণ পেতে এবং পরকালীন অনন্ত জীবনে পরিত্রাণের জন্য কুরআন-সুন্নাহ তথা সুন্নিয়তকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। কুরআন-সুন্নাহর শাশ্বত নির্দেশনার আলোকে জীবন গড়লে দুনিয়া আখেরাতে পরিত্রাণ মিলবে বলে বক্তারা উল্লেখ করেন। প্রধান অতিথি এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন-গাউসে জমান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.) এদেশে পদার্পণ করেছেন বলেই এখানে সুন্নিয়তচর্চা বেগবান হয়েছে। শত শত সুন্নি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে দরবারে সিরিকোটি (রহ.) এর মহাত্মা মাশায়েখে কেরামের উসিলায়। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে অফুরন্ত শোকরিয়া জানাই এবং মহাত্মা হযরাতে কেরামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁরাই আমাদের জন্য উজ্জ্বলতর আলোকবর্তিকা স্বরূপ। মাওলানা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় সুন্নি সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন রাজনীতিবিদ সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ আবু আহমদ শেয়ান, মাওলানা অহিদুল আলম, মুহাম্মদ মহসিন আলী, মুহাম্মদ আবদুল আজম, মুহাম্মদ নাহিম উদ্দিন রিকু, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, মুহাম্মদ আবু তাহের খোকন ও মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু নূর প্রমুখ।