হাতুরীপেটা করে এক কৃষকে কাটার দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা
হাতুরীপেটা করে এক কৃষকে কাটার দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা
মাদারীপুর বিশেষ প্রতিবেদকঃ
মোঃ চান্দু ভুইয়া নামের এক কৃষক (৪৫) কে হাতুরীপেটা ও কাটার দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালাই সরদারের চড় গ্রামের হাসু ভুইয়ার ছেলে মোঃ চান্দু ভূঁইয়া। আজ সকালে মাদারীপুরের মিয়ার হাটবাজারে পাট বিক্রি শেষে নৌকা করে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্তরা মোঃ চান্দু ভূঁইয়াকে থামিয়ে ঐ দুর্বৃত্তরা তাদের টলারে নিয়ে দু’পা সহ সমস্ত শরীরে হাতুরীপেটাকরে এবং ডান পা কাটার দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় তার ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে তাকে উদ্ধার করে কালকিনি সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত চান্দু ভুইয়া বলেন, আমি হাটে পাট বিক্রি করে বাড়ি যাওয়ার সময় ঐ দলের লোকেরা আমার নৌকা থামিয়ে আমাকে টেনে তাদের টলারে নিয়ে হাতুরী দিয়ে পিটিয়ে ও কাটার দিয়ে আমার এক পা রক্তাক্ত করে ফেলেছে অনেক রক্ত ঝড়েছে আমি ওদের বিচার চাই। কালকিনি থানার অফিসার ইনচার্জ ইসতিয়াক আসফাক রাসেল জানান, ঘটনা শুনেছি এখনো অভিযোগ পাইনি পেলে ব্যাবস্থা নিব।