ট্রেনের সাথে মালবাহী পিকআপের সংঘর্ষ
প্রকাশঃ ৩০ আগস্ট ২০২১ | ৫:০৩
ট্রেনের সাথে মালবাহী পিকআপের সংঘর্ষ
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে বিকল হয়ে যাওয়া মালবাহী একটি পিকআপ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার(৩০আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ইয়াকুব নগর এলাকায় এঘটনা ঘটে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
পিকআপ গাড়ির ড্রাইবার পালিয়ে গেছে বলে জানা গেছে।রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে বিকল হয়ে রেল লাইনে উঠে যাওয়া একটি মালবাহী পিকআপ গাড়ির সংঘর্ষ হয়। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিকআপ গাড়িটি। এই ঘটনায় আমরা কোন হতাহতের খবর পাইনি এবং রেল লাইন টি সচল করার জন্য রেল লাইন থেকে পিকআপ গাড়িটি সরানোর কাজ চলছে।