তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ গ্রেফতার এক
তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ গ্রেফতার এক
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তালাকপ্রাপ্ত ২৬বছর বয়সী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন মানিক(৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার(৫সেপ্টেম্বর) উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের বহরপুর সমুদ্র উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তাকে আটক করেছে। এর আগে থানায় এসে আটক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারী। আটককৃত ইকবাল হোসেন মানিক ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের মৃত অলি মিয়ার পুত্র বলে জানিয়েছে পুলিশ।থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, অত্যন্ত চাটুকারিতার মাধ্যমে ২৬বছর বয়সী তালাকপ্রাপ্ত এক তরুণীর সাথে সম্পর্ক তৈরী করে সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন মানিক। সম্পর্কের সূত্র ধরে গত(৮আগস্ট) তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের এমএম জুট মিল এলাকার একটি বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে ইকবাল হোসেন মানিক।
এমন কি, কৌশলে ঐনারীর কাছ থেকে তার আগের স্বামীর তালাকের দেওয়া ৩লক্ষ টাকাও আত্মসাৎ করে ইকবাল। ঘটনাটি স্থানীয় গ্রাম সর্দারদের জানিয়েও কোন সুরহা হয়নি। বরং উল্টো এ ঘটনায় মামলা না করার জন্য এবং এলাকা ছেড়ে যাওয়ার কথা বলে প্রতিনিয়ত হুমকি পেতে থাকেন। পরে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ঐ নারী।ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন মানিক কে আটক করার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগী এক নারীর কাছ থেকে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত ব্যক্তি ইকবাল হোসেন মানিক কে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্তধীন রয়েছে।