১০ম শ্রেণীর ছাত্রী জেরিন স্কুলে এসাইনমেন্ট জমা দিতে গিয়ে ঘরে ফিরেনি
১০ম শ্রেণীর ছাত্রী জেরিন স্কুলে এসাইনমেন্ট জমা দিতে গিয়ে ঘরে ফিরেনি
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকা থেকে সাবরিনা শরীফ জেরিন (১৮) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। সে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের মধ্য সলিমপুর (বাংলা বাজার) মৃত মোহাম্মদ শরীফ ও রুমি আক্তারের কন্যা এবং হযরত খাজা কালু শাহ (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী।
জানা যায়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ঃ৪০ মিনিটের দিকে এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়ি হতে বের হয়ে স্কুলে যায়নি এবং বাড়িতেও ফেরেনি। ফলে আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও মেয়ের সন্ধান না পাওয়ায় মেয়ের মা রুমি আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে (সাধারন ডাইরী নং ৩৬১)।মেয়েটির গায়ের রং শ্যামলা, হালকা-পাতলা গঠন, ৫ ফুট উচ্চতা, পরনে কফি কালার বোরকা ও কালো ওড়না ছিল।কোন সুহৃদয়বান ব্যক্তি এ ছাত্রীর সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মেয়েটির জেঠাতো ভাই মোহাম্মদ সাজ্জাদ, মোবাইল নাম্বারঃ ০১৮৭১১৭১০৮৯।