কর্ণফুলী জুলধায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কর্ণফুলী জুলধায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকার গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার (১২সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী-জুলধার প্রকল্প শুভ উদ্বোধন করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এই উদ্বোধনি অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলার জুলধা ১নং ওয়ার্ডের ডাঙ্গারচর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।একই সাথে প্রধানমন্ত্রী হবিগঞ্জের জুলধায় বিবিয়ানা-(৩) ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, নারায়ণগঞ্জে মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, উৎপানের চেয়ে অনেক কম মূল্য সরকার গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে, কাজেই ব্যবহারে সাশ্রয়ী হলে আরও বেশি সংখ্যক জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে। কর্ণফুলী উপজেলার জুলধার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ ওমর ফারুখ চৌধুরী, ইউএনও মিসেস শাহিনা সুলতানা, উপজেলা ভাইসচেয়ারম্যান বানাজে বেগম, জুলধার ইউপি চেয়ারম্যান মোঃ রফিক সহ ইউপি মেম্বার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এর্কন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস ইউনিট-২ লিমিটেড জুলধা ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে।