ফটিকছড়িতে সড়ক সংস্কারে এগিয়ে এলেন আ.লীগ নেতা সাদী
ফটিকছড়িতে সড়ক সংস্কারে এগিয়ে এলেন আ.লীগ নেতা সাদী
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ
গত ১৮ সেপ্টেম্বর শনিবার ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার-বিনাজুরী সড়কের ভাঙ্গা অংশ মেরামত করে দিয়েছেন ফটিকছড়ি উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য সমাজসেবক সাদাত আনোয়ার সাদী। দীর্ঘদিন ধরে সড়কটির দরবার শরীফের গেইট সংলগ্ন এলাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটির কার্পেটিং উঠে গিয়ে সেখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, খানা খন্দে ভরে গেছে পুরো সড়ক। এ সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সড়কটির অস্তিত্ব হারিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছে। তাই সড়কের ভাঙ্গা অংশ মেরামতে এগিয়ে আসেন ফটিকছড়ির কৃতি সন্তান, উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সমাজসেবক সাদাত আনোয়ার সাদী। দ্বিতীয়বারের মত তিনি এই সড়কটি নিজ অর্থায়নের সংস্কার করেছেন। তিনি সড়ক পরিদর্শন করে এটি মেরামতের উদ্যোগ নেন। সড়কের সিএনজি চালক মুহাম্মদ আজম বলেন, ‘সাদীর বদান্যতায় সড়কটি সংস্কার হওয়ায় আমরা এখন অনায়াসে গাড়ি চালাতে পারছি। দুর্ভোগ লাঘব হয়েছে। তাকে সাধুবাদ জানাই।’ সড়কে যাতায়াতকারী মুহাম্মদ রিপন বলেন, ‘তিনি এগিয়ে না এলে সড়কটি এভাবেই পড়ে থাকত। সেবার ব্রত থাকলে সবকিছু করা যায়। এজন্য সাদীকে স্যালুট।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিনুল হাসান বলেন, ‘সমাজ সেবায় সাদীর মত সবাই এগিয়ে এলে অনেক সমস্যার সমাধান হয়।
এ সময় আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদী বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ দেখছিলাম এই সড়কের বেহাল অবস্থা। কেউ সড়কটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় আমি নিজেই উদ্যোগ নিই এবং এরই ধারাবাহিকতায় আজ আমি সড়কটি বালি, ইট দিয়ে সংস্কার কাজ করে দিচ্ছি, আগামীতে এটি পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা নিব।