চাঁদাবাজী করতে গিয়ে গণপিটুনি খেল দুই যুবক
চাঁদাবাজী করতে গিয়ে গণপিটুনি খেল দুই যুবক
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে হোটেল ব্যবসায়ীর কাছে চাঁদাবাজী করতে গিয়ে মশিয়ার রহমান (৪০) ও বাবু(৩৫) নামে দুই চাঁদাবাজকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনগণ। জানা গেছে, ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড গুয়াখোলা এলাকার রায়হান শেখের পুত্র মশিয়ার বাবু নামের অপর এক যুবককে সঙ্গে নিয়ে সজীব ওয়াজেদ জয় পরিষদ অভয়নগর শাখার সাধারণ সম্পাদকের পরিচয় দিয়ে গুয়াখোলা শাহীমোড় এলাকার এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে ৫০০০/ টাকা চাঁদাদাবী করেন হোটেল ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে।
এসময় স্থানীয় জনগন এগিয়ে আসলে তারা তাদের সাথেও খারাপ ব্যবহার শুরু করলে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে এ ধরনের কর্মকান্ড পুনরায় না করার শর্তে ছেড়ে দেয়।এ ঘটনায় অভয়নগরে বিভিন্ন এলাকায় চলছে নানা গুঞ্জন। সজীব ওয়াজেদ জয় পরিষদ অভয়নগর উপজেলা শাখা কমিটিতে এ ধরনের চাঁদাবাজরা কি করে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পায় তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা।