৫টি মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার
প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর ২০২১ | ৪:০০
৫টি মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ
যশোর জেলার বিভিন্ন উপজেলায়, মোটরসাইকেল চুরি বেড়ে গেছে। ফলে জেলা পুলিশের দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানায় করা একটি মামলার সূত্রে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম এবং বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ, বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকার মৃত আঃ গনি মিয়ার পুত্র, মোঃ মনিরুজ্জামান জামাল (৪০) কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের দলের অন্য সদস্যরা যশোরসহ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে সরাসরি এবং কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে।