ধুনটে অবৈধ ভাবে বালুউত্তোল করায় ব্যবসায়ীকে জেল
এরশাদ হোসেন বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখীর চর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ জন বালু ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এই ঘটনাটি ঘটে বুধবার সকাল ৭ ঘটিকার সময় উপজেলার বৈশাখীর চর এলাকায়। সুত্রে জানা যায় যে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ী, শিমুল বাড়ী, কইয়া গাড়ী গ্রামের কিছু অসাধু বালু ব্যবসায়ীগণ দির্ঘদিন যাবৎ বৈশাখীর চর এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও বালু বিক্রয় ব্যবসায়ী গণ দিনে এবং রাতের অন্ধকারে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও চরকেটে বালু বিক্রয় করছেন। অবৈধ ভাবে বালু উত্তোলন করার ফলে নদীর তীরবর্তী মানুষের বসতবাড়ী, কৃৃষি ফসলি জমিসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ হুমকীর সম্মুখীন হচ্ছে বলে এলাকার জনসাধারণ অভিযোগ করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজেষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বরকত উল্লাহ তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ১৪ জনকে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন এবং ৪ টি ড্রেজার মেশিন জব্দ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী গ্রামের চর এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের গ্রেফতার করেন।

নিউজটি শেয়ার করুনঃ