শিরেনামহীন কবিতার গল্প
শাহ বোরহান মেহেদী
আজ থাক না প্রেমের গল্প
এই মনোরম প্রকৃতির মেলায় এসো
চোখ ভরে দেখি জাগ্রতি মন্থন।
দেখ কতো নিবিড় ও অনাবিল সৃষ্টি
জৈব রঙে মিলিছে আমোদিত ক্ষণ।
পৃথিবীর ভিন্ন চরাচরে ভিন্ন আমন্ত্রণ
কল্পনার চেয়ে সুন্দর ও অভিনব
রস কলার বাহারি রূপান্তর মেলা।
দেখ এই সোনালি মাঠে শষ্যের রূপ
মিহি বাতাসে সৃজিত মুগ্ধ দোলা।
আজ থাক না প্রেমের গল্প
আজ ছুটির দিনটি ঘুরে যাবো, এসো
জীবন তৈরীর সবুজ কেলির গড়।
চলো হেঁটে যাই ঐ উচুটিলায়
মনজুড়ে মেশাতে আত্ম রসের ঝড়।
দেখ, কাকরে লাল মাটির মিলন
হাজার বছর ধরে জৈবতার সম্পর্ক
আষ্টে পিষ্ঠে ধরেছে জন্মান্তর।
আরো উচুতে দেখ, মহা পন্ডিত বৃক্ষ
নির্বিঘ্নে দেখছে বিশ্বজগত মনোহর।
আজ থাক না প্রেমের গল্প
নর নারীর আদিমতার ইতিহাসও,
আজ সব ভুলের নৈকট্য করো শুদ্ধ।
সুর্য্যের তাপে এসো উর্বর হই
মৃত্তিকার রসে করি অমৃতের যুদ্ধ।
দেখ, ঝর্ণা নির্ঝরে রোদের তৃপ্ত নাচ
অধীর প্রণয়ের বারবার বিলাপ
সেও অনিন্দ্য মধুর এক সুরের ধ্বনি।
এসো, এই মুক্ত জলপ্রপাতে নেয়ে উঠি
যৌবনকে আরো মদ্ গুণনে গুণি।
আজ থাক না প্রেমের গল্প
এসো যাই সৈকতে ঝিনুক মালা গড়ি
সমুদ্রের নোনা তৃষ্ণায় প্রাণ ভিজাই।
নীল আকাশ ধরে নীলগিরি হই
চলো, আজ না হয় একধিক বার
ভীষণ উল্লাসে সুনামি হয়ে যাই।
তারপর যখন ফিরবো নীজ গৃহে
তখন পূর্ণিমার চাঁদ থাকবে আকাশে
রূপনগরে ঝরবে জোসনা পসর।
তুমি আমার সাথে থাকবে আশরিতে
রাত জেগে আবৃত্তি করবো
শুধুই তোমার অমর কাব্য, ঈশ্বর।

রচনাঃ শুক্রবার সকাল ৯.০০ টা
ঘোড়াশাল/০১/১০/২১

নিউজটি শেয়ার করুনঃ