কলেজ ছাত্র মাসুম হত্যা কান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুম (১৯) এর মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাসুমের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। আনোয়ারা উপজেলার জয়কালী বাজার থেকে শুরু করে বিক্ষোভটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে মানববন্ধন করে। পরবর্তীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে মানববন্ধনকারীরা। বিক্ষোভকারীরা থানার সামনে অবস্থান নিলে পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এমসময় পিএবি সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভ কারাীদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় নিহত মাসুমের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে উপজেলা চত্বর। তারা বলেন, মাসুমকে রাতে বাড়ী থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।মানবন্ধনে নিহতের বড় ভাই মামুন পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, আমরা মামলা করতে গেছি কিন্তু পুলিশ মামলা নিছেনা। এটাকে বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আনোয়ারা থানার (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি, আপাতত অপমৃত্যুর এজহার নেওয়া হয়েছে, পরবর্তীতে পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ