ওশান ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে চুরি দুই চোর গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার বানিয়ারগাতি, বসুন্দিয়া ওশান ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে চুরির ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে দুই চোরকে আটক করেছে পুলিশ। এর আগে গত ৪ অক্টোবর (সোমবার) যশোর কোতোয়ালি থানায় দুইজনের নাম উল্লেখ্যসহ ২/৩ জনের নামে কোতোয়ালি মডেল থানায় প্রতিষ্টানের ম্যানেজার, রাফিউজ্জামান বাদী হয়ে একটি চুরি মামলা করেন। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার বানিয়ারগাতী (রেলক্রসিং এর বাম পাশে) রোস্তম আলীর ছেলে আলিফ আল মামুন ও মোহর আলী মোল্যার ছেলে সোয়াইব।
মামলা সূত্রে জানাযায়, আসামীরা পেশাদার চোর।
বিভিন্ন বাসা বাড়ি, দোকানে অফিসে চুরি করে বেড়ানো তাদের পেশা। তাদের নির্দিষ্ট আয়ের কোন উৎস নেই। সদর থানাধীন বানিয়ারগাতী বসুন্দিয়ায় ওশান ড্রিকিং ওয়াটার নামক একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ম্যানেজার হিসেবে বাদি কর্মরত রয়েছে।

প্রতিদিনের ন্যায় গত ৩০ সেপ্টেম্বর রাত ৮ টায় উক্ত প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিকাশ শেষ করে বাদিসহ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ যে যার মতো বাড়িতে ফিরে যায়। গত ২ অক্টোবর সকাল ৮ টায় উক্ত অফিসের হিসাব রক্ষক মোঃ শামীম রেজা অফিসে এসে এবং অফিসে প্রবেশ করে দেখে অফিসের পশ্চিমপাশের ভিতর দরজার তালা ভাঙ্গা, দরজা ও উক্ত অফিসের ফাইল ক্যাবিনেট এর লকার খোলা। লকারে রক্ষিত নগদ ১লাখ ২০ হাজার টাকা নেই। উক্ত প্রতিষ্ঠানের পশ্চিম পাশের রুমের থাইগ্লাসের লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পাশ্চিম পাশে থাকা ফাইল ক্যাবিনেট এর লকার ও তালা সুকৌশলে ভেঙ্গে উক্ত চুরি সংঘঠিত করেছে। বিষয়টি হিসাব রক্ষক শামীম রেজা বাদিকে জানালে বাদিসহ উক্ত অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগতসহ স্থানীয় আশপাশের লোকজনদের জানিয়ে এলাকার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে চোরাই যাওয়া নগদ টাকা এবং আসামীদের সন্ধান নেয়ার চেষ্টা করে না পেয়ে পরবর্তীতে প্রতিষ্ঠানের ভিতরে রক্ষিত সিসি ক্যামেরা ওপেন করে ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত উল্লেখিত আসামীদের উপস্থিতি সনাক্ত করা সম্ভব হয় তাদেরকে পুলিশের সহায়তায় গ্রেফতার পূর্বক কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ