সীতাকুণ্ডে এবার ৬২টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
১১অক্টোবর মহাষষ্ঠী মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান এবং বৃহৎ ধর্মীয় উৎসব শারর্দীয় দুর্গা পূজা। ১৫অক্টোবর মহা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে উৎসবটির সমাপ্তি ঘটবে। শারর্দীয় দুর্গা পূজা উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায়ও চলছে ব্যাপক প্রস্তুতি। এবার সীতাকুণ্ড উপজেলায় মোট ৬২টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে তেরী হয়েছে দেবী দুর্গার প্রতিমা। চলছে প্যান্ডেল, আলোকসজ্জা সহ অন্যান্য সৌন্দর্য বর্ধনের কাজ। আগামী ১১অক্টোবর উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এদিকে দুর্গা পূজাকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রস্তুত প্রশাসনও। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থ ভূমি সীতাকুণ্ডে প্রতিবছরই স্বাড়ম্বরে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শত শত বছরের সেই ঐতিহ্য রক্ষা।

এবারো এখানে উৎসব মুখর পরিবেশে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। এবার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত মোট ৬২টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।এর মধ্যে সীতাকুণ্ড পৌরসদরে ১০টি,১নং সৈয়দপুর ইউনিয়নে ৬টি,২নং বারৈয়াঢালা ইউনিয়নে ৬টি,৪নং মুরাদপুর ইউনিয়নে ৫টি,৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে ৬টি,৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে ৩টি,৭নং কুমিরা ইউনিয়নে ৮টি,৮নং সোনাইছড়ি ইউনিয়নে ৫টি,৯নং ভাটিয়ারী ইউনিয়নে ৯টি,১০নং সলিমপুর ইউনিয়নে ৪টি মন্ডপে দুর্গা পূজা হবে।আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।করোনা সংক্রমণের কারণে সরকারের ঘোষণা মোতাবেক এবছর স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার শর্মা

নিউজটি শেয়ার করুনঃ