পটুয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের প্রদানসহ ২ সদস্য গ্রেফতার
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী উপজেলা ও ভোলা জেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক এবং ১ টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেন পটুয়াখালী জেলা পুলিশের পটুয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল্লা পিপিএম এর দিকনির্দেশনায় সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: শামিম হোসেনের এর নেতৃত্বে পটুয়াখালী সদর,  রাঙ্গাবালী ও ভোলা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে  অভিনব কায়দায় মোটরসাইকেল চোর চক্রের  প্রধানসহ ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চোরাইকৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জনৈক মোঃ জুয়েল ইসলাম মিঠুন পটুয়াখালী সদর উপজেলাধীন ৭নং ওয়ার্ডস্থ বেপারী বাড়ী রোডস্থ ভাড়াটিয়া বাসার নিচতলায় তাহার ব্যবহিত হিরো হাংগ ১৫০সিসি (রেজিস্ট্রিশন বিহীন) মোটরসাইকেল টি গেইটের ভিতরে তালাবন্ধ  করে রাখা ছিলো বিগত ০৫/১০/২০২১ আনুমানিক রাত্রি ৩/৩০ মিনিটের সময় চোর সদস্যরা উক্ত গেটের তালা কেটে ও মোটর সাইকেলের তালা ভেঙ্গে ভারাটিয়া ভবনের সিড়ির  নিচ থেকে মোটরসাইকেলটি  চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের  সদস্যারা। এ বিষয় জনৈক জুয়েল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের  করেন, মামলা নং ৯ তারিখ: ৮/১০/২০২১ইং মামলার ধারা ৪৫৭/৩৮০ পেনালকোড মামলা রুজু হওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী সদর সার্কেলের নেতৃত্বে পটুয়াখালী সদর থানা ইনচার্জ ও মামলার তদন্তকারী অফিসার অভিযান পরিচালনা করে রাঙ্গাবালী থানা এলাকার কাছি বুনিয়া গ্রামের পোলঘাট টাওয়ারের পশ্চিম পাস হতে-মৃত্যু রশিদ শিকদারের ছেলে চোর চক্রের মূল সদস্য জাকির সিকদার (৪১) এবং ভোলা জেলার ভোলা সদর মডেল থানার তেরকান্দী ইউনিয়নের, দক্ষিণ দিঘলদির। আবি আব্দুল্লার ছেলে মোঃ সবুজ রাঢ়ী (২৮) কে আটক করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে চোরাই যাওয়া মোটরসাইকেল টি উদ্ধার করা হয় আসামিরা উভয়ই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী সদর সার্কেল মোঃ শামিমের একান্ত প্রচেষ্টা, আন্তরিকতা ও তৎপরতায় পটুয়াখালী সদর রাঙ্গাবালী ও ভোলা মডেল থানায় সাড়াশী অভিযান চালিয়ে এ চোর চক্রের ২ সদস্যকে আটক এবং ১টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

নিউজটি শেয়ার করুনঃ