শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম, উপজেলা চেয়াম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, কৃষি অফিসার কে এম কাওছার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তারুজ্জামান, এমএএম ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান দুলু, ফজলে রাব্বি জুয়েল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীনসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকান্ড থেকে সে দিনের অবুঝ শিশু শেখ রাসেলও রেহাই পাননি। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুন, শুভবোধসম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালবাসার নাম। পরে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ভার্চুয়ালি কর্মসূচিতে সকলেই অংশ নেন।

 

নিউজটি শেয়ার করুনঃ