আত্রাইয়ে এসিল্যান্ডের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন
আত্রাইয়ে এসিল্যান্ডের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পুরাতন এসিল্যান্ডের বিদায় ও নতুন এসিল্যান্ডকে বরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদায়ী এসিল্যান্ড মনজুরুল আলমকে বিদায় জানাতে গিয়ে চোখের পানিতে পুরো ভূমি অফিস ভারি হয়ে ওঠে। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার পদে যোগদান করলেন। বিদায়ী এসিল্যান্ড মনজুরুল আলমকে বিদায় ও নবাগত এসিল্যান্ড কাজী মোহাম্মদ অনিক ইসলামকে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় অফিসে কর্মরতরা উপস্থিত ছিলেন। এসিল্যান্ড কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষ করে ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে ৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট পদে যোগদান করেন। পরবর্তীতে রাজশাহী কমিশনার অফিসে পদায়নের পর সহকারী কমিশনার(ভূমি) আত্রাই পদে যোগদান করলেন।