সবাই সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করবো আওয়ামী লীগ
মীর এম ইমরান মাদারীপুর বিশেষ প্রতিবেদকঃ
আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলার ইউনিয়নের কমিটি ঘোষণা ও নির্বাচনী বর্ধিত সভা এবং র‍্যালী আয়োজন করা হয়। মঙ্গলবার ১৯ (অক্টোবর) ২০২১ সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম ভবনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ, মাদারীপুর সদর উপজেলার শাখার আয়োজনে, ইউসুফ চোকদার, সভাপতি, (ভারপ্রপ্ত) বাংলাদেশ আওয়ামী লীগ, মাদারীপুর সদর উপজেলা এর সভাপতিত্বে প্রাধন অতিথি হিসেবে ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মাদারীপুর জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে ছিলেন কাজল কৃষ্ণ দে বাংলাদেশ আওয়ামী লীগ, মাদারীপুর জেলা শাখা। আরো উপস্থিত ছিলো জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ মুন্সী,দপ্তর সম্পাদক, গোলাম মাওলা আকন্দ, শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল হাসান খন্দকার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জালালউদ্দিন ইয়ামিন, যুব ও ক্রীড়া সম্পাদক মাহমুদ হোসেন আরিফ, কার্যকরী সদস্য আবদুল লতিফ হাওলাদার। মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী চোকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কবিরাজ। আরো ছিলো, মাদারীপুর জেলা ছাত্র লীগের সভাপতি জাহিদ হাসান অনিক,সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার। মাদারীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্প্রীতি হিন্দু মুসলিম সামাজিক সহ অবস্থান রক্ষা,সাম্প্রদায়িক সন্ত্রাসীদের উস্কানীমূলক কর্মকান্ড অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে করা হুশিয়ারী দিয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ ও মাদারীপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া একই দাবিতে রাজৈর, শিবচর, কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করা হয়। সমাবেশে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, ‘ধর্মের অপব্যাখা দিয়ে স্বাধীনতা বিরোধী একটি মহল দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, পূজা মণ্ডপ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ইসলাম শান্তির ধর্ম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল-কোরআন। জেলাবাসীর প্রতি অনুরোধ থাকবে সবাই সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করবো। একটি কু-চক্রী মহল কুমিল্লার ঘটনাকে পুঁজি করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।’

 

নিউজটি শেয়ার করুনঃ