জাতীয় নিরাপদ সড়ক দিবসে হাইওয়ে পুলিশের র‍্যালী
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামুলক র‍্যালী ও মানববন্ধন করেছে চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (২২অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিরা হাইওয়ে পুলিশ সচেতনমূলক প্রচার প্রচারণা করে। এসময় চলাচলরত গাড়িতে লিফলেট বিতরণ ও সড়কে দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সচেতনমূলক র‍্যালী করা হয়। এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির ফারুক বলেন, সড়কের আইন কানুন মানাতে আমরা কাজ করছি।নিরাপদে গাড়ি চলাচল ও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করার মাধ্যমে সড়কে নিয়ম মেনে চলাচল তাগিদ দেয়া হয়েছে। তিনি সকল কে ট্রাফিক আইন মেনে ও সংশ্লিষ্ট পুলিশদের কে সততার সহিত কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুনঃ