সীতাকুণ্ডে মানববন্ধন ও সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে চলমান প্রতিবাদের অংশ হিসাবে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায়ও মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১অক্টোবর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড প্রেস ক্লাব এর উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে ‘মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। বক্ত্যরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গে গত কয়েক দিনে যা ঘটে গেছে এতে আমরা লজ্জিত, ব্যতীত, মর্মাহত, অপমানিত। আজকে যে লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি এবং বক্তব্য রাখছি আমাদের বক্তব্য সুস্পষ্ট বাংলাদেশ গঠন হয়েছে একটি স্বস্ত্রমুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এই মুক্তিযুদ্ধের মূল ভিওি ছিল আমাদের এক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ। ক্ষুধা দ্রারিদ্রমুক্ত বাংলাদেশ নির্মাণ ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা। আজকে যারা সেদিন ৭১এর পরাজিত হয়েছিল তারাই আজকে আবার সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ছুরিকাঘাত করে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য প্রায়তারা করছে যেটাকে আমরা ঘৃণা করছি। এব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার এখানে জিরোট্রলারেন্স ব্যবস্থা নিয়েছে। আপনারা দেখেছেন ইতি মধ্যে কলংকিত ঘটনা যেটা ঘটে গেছে বীরগঞ্জে এবং কুমিল্লায় তার বিরুদ্ধে সরকার যর্থাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। ইতি মধ্যে যে সমস্ত দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করেছে। তাদেরকে চিহৃিত করার কাজ আরো চলবে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কোন চেষ্টাকে বদাস্ত করা হবে না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি এবং সীতাকুণ্ড উপজেলা মহিলা আঃলীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুরাইয়া বাকের, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, পৌরকাউন্সিলর শফিউল আলম মুরাদ, আঃলীগ নেতা রুহুল আমিন, ৪নং মুরাদপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, ৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন সহ প্রমুখ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রেণীপেশার মানুষ।

নিউজটি শেয়ার করুনঃ