চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে দুই কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে সম্মিলনী স্কুল ভবন। এ উপলক্ষে বাগেরহাটের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৩অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ ইউনুস বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মারুফ আল ফারুক, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোঃ রেজাউল করিম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী হাফিজ আক্তার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিন, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর একান্ত সহকারী এইচ এম শাহীন এসময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২ কোটি ৩৮ লক্ষ ১৯ হাজার ৯৮০ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং এক কোটি ৫৫ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বিদ্যমান একতলা একাডেমিক ভবনের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলা সম্প্রসারণ হবে।

নিউজটি শেয়ার করুনঃ