আত্বজ্বলা ভোর
প্রদীপ দত্ত
আত্বজ্বলা ভোর
এ এক আত্বজ্বলা সুখ
বেদনার অসুখ।
ক্লান্তির বিনিদ্র রজনী বেয়ে নেমে আসা সর্পিল সুখের দাড় টানা ভোর,তারপর কল পাড়ে সকাল জাগে,বাসের হেলপারের ব্রাশ না করা সকালে বয়ে চলে কল্যানপুর টু গুলিস্তান।
জীবন এক রম্য রচনা কারো কারো ক্ষেত্রে
গল্পের শুরু হয় বেশ ভোরে।কারো গল্প আড়মোড়া ভাঙে মধ্য দূপুরে।
১৪-১১-২১

নিউজটি শেয়ার করুনঃ