পটুয়াখালীতে পরাজিত মেম্বার প্রার্থীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আউলিয়াপুরে মানববন্ধন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলায় ঘটে যাওয়া গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে ফারুক মেম্বর পূণরায় মেম্বার নির্বাচিত হওয়ার জের ধরে থার সমর্কদের দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় ঐ নির্বাচনে পারাজিত প্রার্থী শাহজাহান মৃধার লাঠিয়াল বাহীনি। এতে বাজারের প্রায় ১৪টি দোকান কুকিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন সহ দোকানে থাকা নগদ টাকা এবং মালামাল লুটপাট করে নিয়ে যায় শাহজাহান বাহীনি। এ বিষয়ে ১৬জনের নাম উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করলে থানা কতৃপক্ষ সেটিকে মামলা হিসেবে না নিয়ে সাধারণ অভিযোগ হিসেবে গ্রহন করে অভিযোগটি এস আই শাখাওয়াতকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

গত ১৩ নভেম্বর রাতের আধারে চালানো হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ১৬টি পরিবার। হামলা পরবর্তী তারা সকলেই নিরাপত্তা হীনতায় ভূগছেন এবং পালিয়ে দিন কাটাচ্ছেন। এদিকে উক্ত ঘটনায় এলাকার সাধারণ ব্যবসায়ীরা আজ সকালে আউলিয়াপুর অফিসের হাট বাজারে সকাল ১১ টার দিকে একটি মানববন্ধনের আয়োজন করেন, এতে বক্তারা অভিলম্বে দোষিদের আইনের আওতায় এনে খঠিনতম শাস্তির দাবী সহ তাদের লুটকরা মালামাল ফেরত পাওয়ার আবেদন জানান। এ সময় মানববন্ধনে অত্র এলাকার শতশত নারী পুরুষ একত্রিত হয়ে দোষিদের শাস্তির দাবী জানায়। এ ছারা এ ঘটনায় নবনির্বাচিত মেম্বার ফারুক নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও তিনি দাবী করেন। এ মানববন্ধনে বক্তারা বলেন, আউলিয়াপুর ইউনিয়নে একটি সন্ত্রাসী চক্র আছে যারা এই ইউনিয়নে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা আইনের মাধ্যমে এদের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এ ঘটনায় মোট ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে মামলা প্রকৃয়াধীন রয়েছে বলে জানায় স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুনঃ