নির্জন দ্বীপের গান
প্রদীপ দত্ত 
মাঝে মাঝে ধূলায় চোখ ঝাপসা হয়ে আসে
মাথার ভিতরে স্মৃতিরা বড্ড গোলমাল করে
প্রতিনিয়ত ঝগড়া করতে চায় যাপিত জীবনের
সাথে।
তারা বার বার বলে যায় এসবতো হবার কথা
ছিলনা,তবু নিয়তির ছককষা জীবনে
ভালবাসার হারিয়ে যায় দূর কূয়াশা ভেজা রাতে
চাঁদের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত রাত শেষে
বিদায় রজনীর হাতছানি।
তারপরও,মন কথা বলে একাএকা নিজের সাথে
একাকিত্বের সাতকাহন।
ঘূর্ণি ঝড়ে পড়া সওদাগরি জাহাজ
ভাসতে ভাসতে নিঝুমদ্বীপের বাঁকে।
তারপর,প্রশান্ত এক পশলা বাতাস
অন্তর ছুয়ে যায়-
মনের বীনায় বেজে ওঠে সুরসংগীত
এক নির্জন দ্বীপে।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ