সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া দুইটি কেন্দ্রের ভোটগ্রহণ ৩০নভেম্বর
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থগিত হওয়া দুইটি কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ কামরুল হাসান।দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে আঃলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এবং স্বতন্ত্র প্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনতাই এবং জোরপূর্বক ব্যালটে সিল মারার অভিযোগে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়।ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৩ নং ওয়ার্ড বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং ৫ নং ওয়ার্ড বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের কারণে ঐ ইউনিয়নে ভোটের ফলাফল স্থগিত রাখেন নির্বাচন কমিশন।

৩০ নভেম্বর ভোট গ্রহণের পর চেয়ারম্যান ও দুটি ওয়ার্ডের নারী ও সাধারণ সদস্যদের ফলাফল ঘোষণা হবে। নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, ঐ ইউনিয়নের স্থগিত হওয়া দুই কেন্দ্রের ফলাফল ছাড়া বাকি সাত কেন্দ্রের ফলাফলে আঃলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর ৩ হাজার ৪৬৯ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আরিফুল আলম রাজু চৌধুরীর চেয়ে এগিয়ে আছেন। উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নের একক প্রার্থী থাকায় বিনা প্রতিদন্ধীতায় ৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন আগেই।

নিউজটি শেয়ার করুনঃ