ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে নরীর অংশগ্রহন দেশের অর্থনীতিকে দীর্ঘ মেয়াদী স্থিতিশীল করতে অনন্য ভূমিকা রাখবে
আরজুন নাহারঃ
রেডিসন ব্লুতে ওয়েডিং শো এর উদ্বোধনকালে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ আবিদা মোস্তফা। ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহন দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল করতে অনন্য ভূমিকা রাখবে। গতকাল ইউসি ইভেন্টস এর উদ্যোগে রেডিসন ব্লু, চট্টগ্রামে ২ দিনব্যাপী ওয়েডিং-শো এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা একথা বলেন। তিনি আরো বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য প্রতিষ্ঠান ইউসি ইভেন্টস্ এর কর্ণধার তামান্না আহমেদ একজন নারী উদ্যোক্তা। এর অর্থ হচ্ছে নারীরা এখন শুধু বুটিকস্ আর বিউটি পার্লারে সীমাবদ্ধ নেই। ইভেন্ট ম্যানেজম্যন্টেও তারা অনেক অগ্রগামী। আশা করি এই মেলা সফলভাবে শেষ হবে এবং সকল অংশগ্রহনকারীরা তাদের লক্ষমাত্রায় পৌঁছাতে পারবেন।

আমি চট্টগ্রামের সকল স্তরের জন-সাধারণ ও ক্রেতা দর্শনার্থীদের অনুরোধ করবো মেলায় এসে অংশগ্রহনকারী ও আয়োজক প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান করার জন্য। বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান মেলার শুভ কামনা করেন এবং সফলতার জন্য সকলের সহযোগিতার আহ্বান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসি ইভেন্টস্ এর স্বত্বাধিকারী তামান্না আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আগত অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন। ওয়েডিং শোতে স্পন্সর হিসেবে আছে সেভ দ্য ডেট, মুন্নু সিরামিক, ফটোগ্রাফি পার্টনার ড্যাজল, মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। মেলায় স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা, দুবাই, পাকিস্তান ও ভারতের ডিজাইনার এবং ব্র্যান্ড উপস্থিত আছেন। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক ও সদস্যবৃন্দসহ চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। ২৬ ও ২৭ নভেম্বর দুইদিনব্যাপী সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত ওয়েডিং-শো সবার জন্য উন্মুক্ত।

নিউজটি শেয়ার করুনঃ