নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনে ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদেরকে নিয়ে ৫দিন ব্যাপী রিফ্রের্সাস প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। গতকাল নওগাঁ সদর উপজেলা রির্সোস সেন্টার মিলনায়তনে রিফ্রেসার্স প্রশিক্ষণের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ মোঃ শাহাদুর রহমান চৌধুরী ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার নওগাঁ সদর নওগাঁ সভাপতিত্ব করেন, নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ গোলাম মোস্তফা। আরো উপস্থিত ছিলেন, মাস্টার ট্রেনার মাওলানা মাসুম বিল্লাহ, ফিল্ড অফিসার (চলতি দায়িত্ব) মোঃ আকবর হোসেন, শিক্ষক মোঃ আস্তান মোল্লা, মাওলানা মোঃ মিজানুর রহমান প্রমুখ। প্রশিক্ষন কোর্সে মহান স্বাধীনতা ও মাতৃভাষার গুরুত্ব, আদর্শ পরিবার ও সমাজ গঠন, ডেইরী, পোল্ট্রি, মৎস ও ছাগল পালন খামার প্রতিষ্ঠা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা, মুসলিম পারিবারিক আইন, ইসলামের প্রচার ও প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, মহানবী (সাঃ) দ্বীন ইসলামের গুরুত্ব, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, করোনা প্রতিরোধ, মাদক, বাল্য বিয়ে যৌতুক, নারী নির্যাতন ও দারিদ্রতা দূরীকরণ এবং সন্ত্রাস, জঙ্গিবাদ দূর্নীতি প্রতিরোধে ইমামদের করণীয় ও ভুমিকার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ