পূবাইলে মাদক বিক্রির সময় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পূবাইলে মাদক বিক্রির সময় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। মোঃ আল আমিন (৩১), এর থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মোঃ রাসেল হোসেন ওরফে নাঈম (২৩), এর নিকট হতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইলে কলের বাজার এলাকার গেসুর দোকানের সামনে থেকে পূবাইল থানার এ এসআই গোলাম মোস্তফার নেতৃতে, পুলিশের একটি দল মাদক বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করে। মোঃ আল আমিন গাজীপুর গাছা থানার শরীফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও মোঃ রাসেল হোসেন ওরফে নাঈম, গাজীপুর গাছা থানার শরীফপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। পূবাইল থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আল আমিন ও মোঃ রাসেল হোসেন ওরফে নাঈম দীর্ঘদিন ধরে সু-কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল। তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।