সরকারী কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ ভাতা ও রেশনিং প্রথা চালুর দাবি
সরকারী কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ ভাতা ও রেশনিং প্রথা চালুর দাবি
আরজুন নাহারঃ
বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন চট্টগ্রাম কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘‘তারুন্যের তজুর্নী’’ শীর্ষক আলোচনা সভা নগরীর জে.প.প অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দবীর উদ্দীনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাবীবুর রহমান হাবীব (সিডিএ) সাধারণ সম্পাদক এম আব্দুল বাতেন বিপ্লব, বন্দর সিবিএর সেক্রেটারী ও সংগঠনের কার্যকরী সভাপতি, মো: নায়েবুল ইসলাম ফটিক, জিপিএর মোজাম্মেল হক চৌধুরী, আবহাওয়ার আলাউদ্দীন খন্দকার, ওয়াসার মোঃ রেজওয়ান হোসেন ও রুহুল আমিন, রেলওয়ের নেতা সাজ্জাদ হোসেন ও রাশেদ, বিএসসির নুরনবী চৌধুরী ও রয়েল দত্ত, বন্দর’র আইন সম্পাদক এড. ফরিদুর রেজা, আয়কর বিভাগের নেতা মোঃ আমির হোসেন, বিজ্ঞান ও শিল্প মন্ত্রণালয়ের আসাদুর রহমান জুয়েল, মুরাদ হোসেন, সিভিল এ্যাভিয়েশনের সভাপতি মো: ইউছুপ, গনপূর্তর মো: নাছির উদ্দীন, কাষ্টমস সিবিএর সহ সভাপতি মো: সবুজ হোসেন, ইষ্টার্ন রিফাইনারীর নাইমুল করিম, প্রাথমিক শিক্ষার মোঃ জসিম উদ্দিন, মহিলা সম্পাদিকা মিতা বড়ুয়া ও কাকলী সাহা, সিভিল এ্যাভিয়েশনের সেক্রেটারি মোঃ ইউসুফ, সিডিএ’র নেতা টি.এফ.টি নেতা শেখ ফরিদ উদ্দিন আহমেদ, গোলাম আকবর ও জয়নাল আবেদীন, বিটিসিএল’র নেতা মোঃ রায়হান, বাংলাদেশ বেতারের আবু জাফর চৌধুরী, আয়করের আমির হোসেন, জজ কোর্টের নিজাম উদ্দিন, জীবন বীমার সভাপতি একেএম নজরুল ইসলাম চৌধুরী, বিপিসির নেতা আতিকুর রহমান, শ্রম অধিদপ্তরের নেতা রোম্মান করিম, বস্ত্র অধিদপ্তরের নেতা মো: রাশেদ, ওয়াসার খোরশেদ আলম, ডব্লিউটিসির নেতা জমিনুল আশরাফ, তথ্য অফিসের নেতা জিএম ফেরদৌস ও মো: আমিনুল ইসলাম বাবুল প্রমুখ। আলোচনা সভায় বক্তাগণ বলেন, পৃথিবীর কোন দেশে সরকার চাকুরীতে এতগুলো গ্রেড (২০টি) নেই।
জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছরেও বঙ্গবন্ধুর ঘোষিত ১০টি গ্রেড প্রথা আজও চালু হয়নি এটা অত্যন্ত দুঃখজনক এবং রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।অবিলম্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ১০ টি গ্রেড চালু করা, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন বৈষম্য নিরসন করা। সরকারী, আধা সরকারী, স্বায়িত্বশাসিত সকল প্রতিষ্ঠানে রেশনিং প্রথা চালু করতে হবে। দৈনন্দিন জীবন যাত্রায় মাত্রাতিরিক্ত ব্যয় ও দ্রব্য মূল্যের ব্যাপক উর্ধ্বগতিতে সরকারী চাকুরীজীবীরা সামান্য বেতনে সংসার চালাতে হিমসীম খাচ্ছে। অবিলম্বে মূল বেতনের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা চালুর জোর দাবি জানানো হয়। দাবী না মানলে ফেডারেশনের নেতৃবৃন্দরা বলেন সরকারী চাকুরীজীবীরা কলম বিরতি সহ বৃহত্তর সমাবেশের ঘোষণা দেন।