সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম’র বাৎসরিক কারাতে ক্যাম্প সম্পন্ন
প্রকাশঃ ১১ ডিসেম্বর ২০২১ | ৯:১৫
সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম’র বাৎসরিক কারাতে ক্যাম্প সম্পন্ন
হোসেন মিন্টুঃ
সোতাকান কারাতে স্কুল চট্টগ্রাম’র ২৭ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বাৎসরিক কারাতে ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১০ই ডিসেম্বর ২০২১ পতেঙ্গা সমুদ্র সৈকতে এম সালাউদ্দিন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
২৭ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ও শীতকালীন কারাতে ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সোতোকান কারাতে স্কুলের কমিটির কর্মকর্তা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে ২৭ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে কেক কাটা হয়।