মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক
সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ’র সভাপতিত্বে জাতির ৫০তম বিজয় দিবস উপলক্ষে এক সভা ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৫ ঘটিকায় ৪০০ আন্দরকিল্লা শিক্ষক ভবনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আ.ক.ম শহীদুল্লাহ মানিক, সাধারণ অঞ্চল চৌধুরী, যুগ্ম সম্পাদক শিমুল মহাজন, মোঃ আলতাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব কুসুম চৌধুরী, মোঃ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, অর্থ সম্পাদক আবুল কালাম, মহিলা সম্পাদিকা মনিকা সেন, সাংস্কৃতিক সম্পাদক বিচিত্রা চৌধুরী, মহানগরী শাখার সভাপতি নুরুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, উত্তর জেলার সভাপতি রঞ্জিত কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকের হোসেন, দক্ষিণ জেলার সভাপতি মোঃ ওসমান গণি, সাধারণ সম্পাদক তাপস চক্রবর্ত্তী, অজিত ধর, দীলিপ ধর, মাওলানা আব্দুল মান্নান, অফিস সুপার ও মুক্তিযোদ্ধার সন্তান সন্তোষ দাশ প্রমুখ।

কর্মসূচির মধ্যে ছিল ৭.৩১ মিনিটে নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিরপ্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সকল মা বোনদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা তাদের প্রতি ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তাগণ বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আজ শপথ গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ