মাধবীলতা
প্রদীপদত্ত
অনেকদিন আগে একটি গাছ
আমাকে চিনত।
ওকে আমি তুলে এনে আমার বাড়ির
গেটে লাগিয়েছিলাম।
কিছুদিন পরিচর্যার পর আমি অন্য জায়গায়
চলে যাই।
গাছটি কিন্তু আজও আমার বাড়ির গেটে
ফুল ফোটায়!
হঠাৎ কখনও বাড়িতে গেলে
গেট দিয়ে ঢোকার সময়েই আমি
থমকে দাড়াই প্রতিবার জিজ্ঞেস করি
কেমন আছ মাধবিলতা-
ও প্রচ্ছন্ন হাসি হেসে বলে
সারা বছর খোঁজ নাওনা,এখন আহল্লাদ করছ
দেখা হলেই মনে পড়ে আমার কথা,
বড় নিষ্ঠুর তুমি কেঁপে ওঠে ওর
মগডালে থাকা ফুলের থোকা।
আমি ওর শরীরে হাত বোলাই
এখন একটু মোটা হয়েছে ও
ওর শরীরে সময়ের দাগ ফুটে
উঠেছে-
আবার ও চঞ্চল হয়ে ওঠে
নীচের কাটা মেশানো পাতা দিয়ে
জড়িয়ে ধরে আমাকে আদর জানায়
ওর পাতায় হাত বুলিয়ে আমি ঘরের
পথে রওনা হই।
ও সবগুলো পাতা নাড়িয়ে আমার দিকে
চেয়ে থাকে।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ