আওয়ামী লীগ নেতা এস.এম. আলমগীর আজীবন আওয়ামী লীগের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন
পাহাড়তলী থানা প্রতিনিধিঃ
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জহুরুল আলম জসিম বলেন, পাহাড়তলী অঞ্চলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন হতে যারা রাজপথের কর্মী তৈরী করতে অবদান রেখেছেন তৎমধ্যে এস.এম. আলমগীর অন্যতম আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথের প্রতিটি লড়াই সংগ্রামে সমাবেশে দলের নেতাকর্মীদেরকে আশ্রয় দিয়ে নিঃস্বার্থ ত্যাগী কর্মী গড়ার লক্ষ্যে আজীবন আওয়ামী লীগের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে বেঁচে থাকবেন এস.এম. আলমগীর পাশাপাশি তিনি ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে সমাজ সেবায় মরহুমের কৃতকর্মের মাঝেই বেঁচে থাকবেন আজীবন। ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের আমৃত্যু আহ্বায়ক এস.এম. আলমগীরের প্রথম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের প্রবীন নেতা এস.এম. ইলিয়াস খানের সভাপতিত্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আরও বক্তব্য রাখেন মোঃ মোস্তফা কামাল বাচ্চু, মোঃ জসিম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, জাহাঙ্গীর কবির নয়ন, মোঃ দেলোয়ার হোসেন সিরাজ, মোঃ হাশেম, সেলিম বাদশা, মোঃ শামীম আহমেদ সুমন, মরহুমের পুত্র তরুণ আওয়ামী লীগ নেতা এস.এম. জুলফিকার আলী লোটাস, মোঃ ইকবাল হোসেন, ওয়ার্ড যুবলীগ নেতা আনিস চৌধুরী রাজন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু নোমান নাহিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ছাত্রলীগের পক্ষে এস.এম. নেওয়াজ প্রমুখ। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন নাসিয়া ঘোনা জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন জুয়েল, বেলাল আহমদ সরকার, মোঃ জাবেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ শামীম আহমেদ সমুন।

নিউজটি শেয়ার করুনঃ