জলন্ত সভ্যতা
প্রদীপ দত্ত
নির্বোধ সৌন্দর্য্যে জ্বলে পুড়ে 
খাক হয়ে যাচ্ছে আজীবনের প্রেম
জীবনের শ্বাস
ভালবাসা, বিশ্বাস।
জ্বলে যাচ্ছে খাট,পালং,আলমিরা
তোমার সায়া,ব্লাউজ,যঞ্জাল
জ্বলছে ৭১’ শরনার্থী শিবির,স্বাধীনতার সপ্ন সাধ
ধোঁয়ায় উড়ছে নর কঙ্কাল
বিধবার পুরোনো স্মৃতিময় রাত।
জ্বলছে বাস,ট্রাক
অমিমাংসিত কাব্য কথা
গ্রাম,নগর,সভ্যতা
টিফিন ক্যারয়ারে বাসি ভাত রাখা।
জ্বলছে দুচোখ কাঠ কয়লায়
ইটের ভাটার মত গনগনে আগুনে
জ্বলছে অমনিশা রাত
ফাগুনের আগুনে।
০১-০১-১৯
খুলনা
দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ