প্রেমের মদীরা
প্রদীপ দত্ত
যত অলিগলি ভিতরে বাহিরে
এক হয়ে যায় প্লাবন গভীরে।
ভালবেসে চল মিলেমিশে যাই
মদীরার প্রেমে যা কিছু পাই পেয়ালার প্রেমে দুকূল ছাপিয়ে।
বেহুশ বলিস দুচোখে দেখে
খুলে যে যায় মনের অর্গল।
বেরিয়ে যায় যত অবসাদ।
ফুটে ওঠে এক নতুন পুস্প সন্ধা তারা।
নতুন রাতে জ্বলে ওঠে এক সত্য ধারা।

নিউজটি শেয়ার করুনঃ