অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অভিযোগে ত্রিশ হাজার টাকা জরিমানা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি করায় ফুলকলি ও ফ্রেশ ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইর লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অভিযোগে ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ঢালিপাড়ায় অবস্থিত ফ্রেশ ফুড নামে একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযোগের সত্যতা পাওয়ায় ফ্রেশ ফুড কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও বাসী খাবার বিক্রির কারণে সীতাকুণ্ড পৌর সদরের ফুলকলিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, খাদ্যপণ্য তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স লাগে। ফ্রেশ ফুড নামে প্রতিষ্ঠানটির সেটি ছিলনা। একইসঙ্গে তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছিল। প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ফুলকলিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ