সীতাকুণ্ডে এসএসসি ৮৮ ব্যাচের পূর্ণমিলনী উদযাপন
আবদুল মামুন, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
৪ঠা ফেব্রুয়ারী২০২১সালে গঠিত বাংলাদেশের বিজয়ী প্রজন্ম এসএসসি ৮৮ ব্যাচ গঠিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বন্ধু সংগঠনটি আজ সকল উপজেলা ব্যাপী প্রতিষ্ঠিত। ৪ঠা ফেব্রুয়ারী সারা দেশের প্রতিটি অঞ্চলের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়ও এসএসসি ৮৮ ব্যাচের ছাত্র-ছাত্রীদের প্রথম পূর্ণমিলনী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(৪ঠা ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর আহ্বানে সাড়া জাগিয়ে সীতাকুণ্ডস্থ রাজবাড়ী হোটেল অডোটরিয়ামে সীতাকুণ্ড উপজেলার এসএসসি ৮৮ ব্যাচের ছাত্র-ছাত্রীদের চোখে পড়ার মত সমাগম ও উপস্থিতি পরিলক্ষিত হয়। পরিচিতি পর্ব কেক কর্তন, কফি আড্ডা সব মিলিয়ে ছাত্র-ছাত্রীরা সবাই মিলে মিশে একাকার।সংক্ষিপ্ত পরিসরে সব ছাত্র-ছাত্রী তাদের ৮৮ সালের স্কুল ও ক্লাসের স্মৃতিচারণ করেন। ৮৮ সালের সেদিনকার এসএসসি পরিক্ষার্থীদের সকলেরই জন্ম হয়েছিল ৭০-৭১ এ। ৭১ এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সে সূত্রে বাংলাদেশের বিজয়ী প্রজন্ম স্লোগান ধারণ করেছে বাংলাদেশ এসএসসি ৮৮ ব্যাচ।উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের বয়স ৫০ উর্ধ্ব হওয়াই যতদিন বাঁচবেন সকলে সুখে-দুঃখে বিপদে-আপদে একে অন্যের সহকর্মী হিসেবে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।অনুষ্ঠানটি যে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতে প্রাণবন্ত ছিল তারা যথাক্রমেঃ আমন্ত্রিত অতিথি-৮৮ চট্টগ্রাম চ্যাপ্টার এর লিয়াকত আলী লাকী, নুর মোহাম্মদ তালুকদার, মহিউদ্দিন মইনুল। সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে-মুহাম্মদ ইউসুফ খাঁন, মোঃ হেলাল উদ্দীন, কাজী মুজাহিদ খান, মোঃ নুরুল গণি খোকন, মোঃ এখলাছউদ্দীন, সাখাওয়াত হোসেন, ছোটন নন্দী। সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় থেকে-রেহেনা আক্তার, নাসিমা আক্তার ও তাহমনা শিরিন সিদ্দিক এবং নিজামপুর স্কুল থেকে মালেকা পারভীন।

শেখের হাট উচ্চ বিদ্যালয় থেকে আবুল কাশেম, জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয় থেকে রবিউল হোসেন মুরাদপুর ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় থেকে মোঃআলতাফ হোসেন, মোঃ জসীম উদ্দীন ভূঁইয়া, আবু বক্কর সিদ্দিকী রনি, মোঃএখলাছ উদ্দীন, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় থেকে মোঃজসীম উদ্দীন, মছ্জিদ্দা উচ্চ বিদ্যালয় থেকে মোঃ মহিউদ্দিন ফরহাদ।অনুষ্ঠানে আগামী ১৮ই ফেব্রুয়ারী সীতাকুণ্ড উপজেলা এসএসসি ৮৮ ব্যাচ এর সকল ছাত্র-ছাত্রীদের ফ্যামিলি গেট টুগেদার করতে গুলিয়াখালী সী-বীচ কিংবা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্ককে বেছে নেয়ার উপর গুরুত্বারোপ করা হয়। আগামীতে অন্ততঃ প্রতি দু’মাসে একবার হলেও এভাবে সকল ছাত্র-ছাত্রীরা মিলিত হবে এবং তাদের সুখ দুঃখ, হাসি কান্না ইত্যাদি শেয়ার করে যতদিন বাঁচবে সুখময় আগামীর প্রত্যাশা করে।

নিউজটি শেয়ার করুনঃ