সীতাকুণ্ডে মশিউরের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ আটক পাঁচ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের দূর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। শনিবার (৫ফেব্রুয়ারী) রাতে অভিযান পরিচালনাকালে র‌্যাবের সাথে শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা মশিউর রহমান প্রকাশ মশিউর বাহিনীর সাথে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে।উদ্ধারকরা অস্ত্রের মধ্যে রয়েছে, ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১টি ধারালো ছোরা এবং মোট ২২রাউন্ড গুলি। এছাড়াও সন্ত্রাসী আস্তানা থেকে মিলিটারী গেজেট, মিলিটারী পোশাক, মিলিটারী বাইনোকোলার ও অবৈধ ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। অভিযানে রফিকুল ইসলাম মালু(৪০) খুলনার অন্ধ জামাল (৪১), লালমনিরহাটের সিরাজুল ইসলাম (৩৩), মোঃ হাসান(৩৬) এবং বাঁশখালীর মিজানুর রহমান কদর প্রকাশ চশমা মিজান(৩৪) কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র এবং বিপুল পরিমান বিভিন্ন ফাইল ও কাগজপত্র যাছাই বাছাই চলছে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ভোরে জঙ্গল ছলিমপুর থেকে র‌্যাবের হাতে আটক হয় ২৭ মামলার আসামী, ছিন্নমূল সংগঠনের নেতা ও চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও সাবেক আওয়ামী লীগ নেতা মশিউর রহমান।

এ সময় তার কাছে থেকে ২রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার অবর্তমানে তার পুত্র মহিরুল হাসান ওরফে শিবলী ছিন্নমূল জঙ্গল সলিমপুর আশেপাশের এলাকাসহ দূর্গম পাহাড়ি এলাকায় বর্তমানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। র‌্যাব-৭ চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করে। পরে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযান চালানো শুরু করতেই মশিউরের পুত্র সন্ত্রাসী শিবলুর নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, লাঠি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র‌্যাবের উপর অতর্কিত আক্রমন করে র‌্যাবের কর্মকান্ডে বাধা প্রদানসহ আটককৃত আসামীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে পাহাড়ী এলাকা থেকে গুলি বর্ষণ শুরু করে। এই পরিস্থিতিতে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দূর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়। নিজেদের জীবন ও অস্ত্র ও গোলাবারুদ রক্ষার্থে র‌্যাবও বিভিন্ন অস্ত্র দ্বারা ১২৯ রাউন্ড গুলি বর্ষণ করে। র‌্যাব এলাকাটিকে ঘিরে রাখে পরবর্তীতে অধিক ফোর্স নিয়ে সন্ত্রাসীদের আস্তানায় ব্যাপক তল্লাশী শুরু করে। এসময় মশিউর বাহিনীর প্রধান (মশিউরের পুত্র) মহিরুল হাসান ওরফে শিবলীসহ একাধিক সন্ত্রাসী দূর্গম পাহাড়ের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পাঁচ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হই র‌্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্ররের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র মামলা ও র‌্যাবের উপর আক্রমন, সরকারী কাজে বাধা প্রদান, একটি র‌্যাব এসোল্ট মামলা ও মিলিটারী উপকরণ রাখা ও অবৈধভাবে ধাতব মুদ্রা রাখায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ