জান্নাতের স্বপ্ন—প্রদীপ দত্ত
প্রকাশঃ ৯ ফেব্রুয়ারি ২০২২ | ৮:৫৩
জান্নাতের স্বপ্ন
প্রদীপ দত্ত
বিশ্ব-পুঁজিবাদের আগ্রাসনে ছিড়ে ফেলেছ
তোমার আমার ভালবাসার বন্ধন।
তোমার ঘরের আলো হয়ে জ্বলার কথা ছিল জোনাকির, অথচ সে এখন আনাচে কানাচে
টর্চ লাইট হয়ে আলো বিলাচ্ছে।
একটি ঘরের স্বপ্ন দেখা জান্নাত
এখন হুরপরি হয়ে নেচে
বেড়াচ্ছে কল্পনার বেহস্তে
অথচ সে শুধু কারও ঘরণী হতে চেয়েছিল
এখন সে শুধুই কর্পোরেট গার্ল।
জাম্বুরী পার্ক
চট্টগ্রাম