সীতাকুণ্ডে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর
সীতাকুণ্ডে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৬ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে ৩০জন সাংবাদিকের মধ্যে অনুদানের দশ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়। সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার।
লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম.হেদায়েত উল্ল্যাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড পৌরসদর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদারতা ও মানবতার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তা বাংলাদেশসহ বহিঃবিশ্বের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিশ্বের মধ্যে এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ফলে সাংবাদিকরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে।