চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন
মহানগর সংবাদদাতাঃ
চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, ১১/০৩/২০২২ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জহুর হকার্স মার্কেটে আগুন লাগার পর নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা থেকে তিনটি ইউনিটের ৯টি গাড়ি সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, “এখন ডাম্পিংয়ের কাজ চলছে।” পরীর পাহাড়ের পশ্চিম পাশে আদালত ভবনের সীমানা দেয়াল ঘেঁষে পাঁচশরও বেশি ছোট ছোট দোকান নিয়ে গড়ে উঠেছে জহুর হর্কাস মার্কেট। বড় এলাকাজুড়ে এ বিপণিকেন্দ্রে পাকা কিংবা আধাপাকা কাঠামোর ওপর দ্বিতল গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগুন লাগার সময় মার্কেট বন্ধ ছিল। তাছাড়া আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় খুব বেশি দোকানে তা ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের সূত্রপাত হয় মার্কেটের মাঝামাঝি এলাকায় মসজিদের পাশের একটি দোতলা ভবনে। সেখানে নারী ও শিশুদের বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি হয়। কীভাবে সেখানে আগুন লাগল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে ২০১৯ সালের ১৯ অক্টোবর ভোর রাতে এ মার্কেটে বড় ধরনের অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। ঝুঁকিপূর্ণ স্থাপনা এবং অপ্রশস্ত সড়কের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে সে সময় ফায়ার সার্ভিস জানিয়েছিল।

নিউজটি শেয়ার করুনঃ