মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে পারলে দেশে শান্তি আসবে
পটিয়া উপজেলা প্রতিনিধিঃ
পটিয়া উপজেলাধীন আশিয়া ইউনিয়নে গত ১১ মার্চ শুক্রবার নবনির্মিত আশিয়া মল্লাপাড়া নতুন বাড়ী জামে মসজিদে জুমার নামাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা হাসান রাজা আল ক্বাদেরী খুতবা পাঠ ও ইমামতির মাধ্যমে পবিত্র জুমার নামাজের আনুষ্টানিক উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মসজিদকে মহান আল্লাহর ঘর বলা হয়ে থাকে। সমাজ ও জীবন মসজিদ কেন্দ্রীক গড়ে তুলতে পারলে সমাজের সব সমস্যার সমাধান এখান থেকেই করা সম্ভব হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মসজিদ প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী বিশিষ্ট সমাজসেবক ও সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু বলেন, সমাজ জীবনে মসজিদের গুরুত্ব অপরিসীম। মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে পারলে দেশে শান্তি আসবে। তিনি এই মসজিদ নির্মাণে যারা আর্থিকভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং মসজিদে আগত আমন্ত্রিত অতিথি এলাকাবাসী এবং বিপুল সংখ্যক মুসল্লীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপি নেতা অধ্যাপক মোজ্জাফর আহমদ চৌধুরী টিপু, আশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুছা সওদাগর, চাকতাই ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী, আশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ উদ্দিন চৌধুরী, আশিয়া ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাফুর রহমান চৌধুরী মঞ্জু, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক বখতেয়ার উদ্দীন চৌধুরী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ যথাক্রমে উপস্থিত ছিলেন ফজলুল কবির চৌধুরী, হাশেম উদ্দীন চৌধুরী, মাইনুল হক রাশেদ, ইকবাল হোসেন রাসেল, মোহাম্মদ আব্বাস আলী, হাজী জাহাঙ্গীর আলম, মুছা চৌধুরী, সাদ্দাম হোসেন, মোবারক হোসেন রিপন, আলমগীর চৌধুরী, চৌধুরী মাহফুজুল আলম, তৌহিদুল আলম জিকু, আরাফাত আনোয়ার রনি, নজরুল ইসলাম চৌধুরী, আহমেদ নুর চৌধুরী, হাজী বেলাল উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ