সীতাকুণ্ডে সড়ক সংস্কারের দাবীতে সরকারী বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক সংস্কারের দাবীতে সরকারী বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। সোমবার (২১মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড মডেল থানা, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দীন এর কাছে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকাবাসী স্বারকলিপি প্রদান করেন। জানা যায়, কদমরসুলের জান মিঞা সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০থেকে ১২ হাজার জনসাধারণের চলাচল। এছাড়া এ এলাকায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, একটি বাজার এবং ছয়টি পুরাতন জাহাজ ভাঙা কারখানা রয়েছে। প্রতিদিন স্কুল, মাদ্রাসা শিক্ষার্থী ছাড়াও যাতায়াত করে হাজারো মানুষ। এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি। শিপ ইয়ার্ডের লোহা ভর্তি ট্রাক চলাচলের ফলে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময় মত হাসপাতালে যাওয়া যায় না। বর্ষা মৌসুমে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের কাপড় চোপড়, বই, মাটি ও পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, শিপ ইয়ার্ডের বড় লোড গাড়ী চলাচলের ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

শিপ ইয়ার্ডের মালিকরা কোটি কোটি টাকার ব্যবসা করলেও সড়ক সংস্কারে তারা উদাসীন। স্থানীয় ইউপি সদস্য আব্দুর শুক্কুর জানান, উক্ত সড়ক দিয়ে খলিল এন্ড সন্স, আরেফিন এন্টারপ্রাইজ, এসএইচ এন্টারপ্রাইজ, এসএইচ এন্টার প্রাইজ২, এ,জি শিপ ব্রেকিং ইয়ার্ড এবং মেসার্স ফোরষ্টার কর্পোরেশন শিপ ইয়ার্ড নামে ছয়টি জাহাজ ভাঙা কারখানা রয়েছে। উক্ত ইয়ার্ডের বড় গাড়ী চলাচলের ফলে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার হাজারো মানুষকে। ইয়ার্ড মালিকরা কোটি টাকার ব্যবসা করলেও রাস্তাটি সংস্কারে তারা উদ্যোগ নিচ্ছে না। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন জানান, যেহেতু গ্রামের সড়কটি দিয়ে জাহাজ ভাঙা কারখানার ভারী যান চলাচল করে তাই সড়কটি সংস্কারে আমরা শিপ ব্রেকিং এসোসিয়েশনের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুনঃ