গোপালগঞ্জে এক মাদক সেবীর হাতে মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ নিহত ঘাতক গ্রেফতার
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এক মাদক সেবীর হাতে মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ পোল গোমেজ (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ হত্যাকারী কিংকর বাড়ৈকে আটক করেছে। আজ শুক্রবার (২৫ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার দক্ষিন দেবগ্রামে অবস্থিত বাংলাদেশ ইয়ুথ ফার্ষ্ট কনসার্ন এর মাদক নিরাময় কেন্দ্রের আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পোল গোমেজ ঢাকার সাভার থানার আনন্দপুর গ্রামের রাসেল গোমেজের ছেলে। নিরাময় কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস জানান, গত ৪/৫ দিন আগে ঘাতক কিংকরকে সিগারেট খেতে দেখে নিষেধ করলে ইনচার্জ পোল গোমেজের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে সকালে নাস্তার জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল তখন রান্না ঘরে থাকা তরকারী কাটা ছুরি দিয়ে ভারপ্রাপ্ত ইনচার্জ পোল গোমেজকে রোগী কিংকর বাড়ৈ রোগীকে চুরিকাঘাত করে। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কিংকরকে আটক করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ