সেই শুকর ছানাগুলো বড় হয়ে গেছে
প্রদীপ দত্ত
তখন নব্য পানকরি
অভাগা এ জাতির আজও ভাল পানশালা নেই
তখনও পানশালা ছিলনা।
রেল লাইনে একটি ঝুপড়ি ঘরে বসে
মদ বেচত মতিলালের মেয়ে।
তার বাড়ন্ত যৌবনের সাথে
পাল্লা দিয়ে বেড়ে উঠছিল
বাইরে থাকা শুকর ছানাগুলো
মাঝে মাঝে বুকের মধ্যে নরম স্তনে
চেপে ধরত সে পরম আদরে।
দাঁত ওঠার পর ওরা তার
স্তন কামড়াতে চাইত।
শুকর ছানাগুলো আজকাল সাদা শার্ট
কালো টাই পরে পরে
রীট করে জাতীয় সংগীতে।
ওদের এলার্জি ও ওর বাপ দাদার মত
পাক সাক জমিন গেয়ে শান্তি পেতে চায়।
ত্রিশ লক্ষ শহীদ ওদের কাছে কোন বিষয় নয়
রবীন্দ্রনাথ ওদের জাত শত্রু।
আমার মন বিষন্ন হয়ে যায়
রেল লাইন দিয়ে হাটতে হাটতে
মতিলালের মেয়েটার খোঁজ করি
সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারে না।
কেউ বলতে পারেনা সেই
উদ্বিগ্ন যৌবতী মেয়েটির কথা।
শুধু শুকর ছানাগুলোকে
হাই কোর্টের বারান্দায় খুঁজে পাই
ওরা এখন বেশ বড়সড় হয়েছে।
সাদা শার্ট আর কালো কোট পরে
কোর্টে আসে এরপর দাঁত বের করে
কামড়ে ধরে সংবিধান
কামড়ে ধরতে চায় জাতীয় পতাকা।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ