সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নেজাম উদ্দীন(৪০) নামে এক ব্যক্তি কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১এপ্রিল) রাতে হযরত উম্মেদ আলী ফকির মসজিদের গলিতে কয়েক জন কে সঙ্গে নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নেজাম ঐ এলাকার মোখলেসের বাড়ীর শফিউল আলমের পুত্র। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যান্যরা পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে গ্রিল কাটার যন্ত্র, কুড়াল, ছুরি, কোরাবারি, ধামাসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক টিবলু মজুমদার জানান, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলা দায়ের করে শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।