সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত এক
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত এক
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ট্যোবাকো গেইট এলাকায় লরীর ধাক্কায় সাকিব(১৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ট্যোবাকো গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব অত্র এলাকার মোঃ আবু মুসার পুত্র। জানা যায়, চট্টগ্রাম মুখী বিএসআরএম এর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের অনেক টা বাইরে এসে সাকিবকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে এব্যাপারে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আদম আলী সড়ক দুর্ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানান।